ডিসেম্বর ভাবনা
ফারুক মঈনউদ্দীন
|
![]() এতদিন পথে বের হলেই দেখা যেত লোকজনের মধ্যে ত্রস্ত পলায়নপর ভঙ্গি, কোনো রকমে বাইরের কাজ সেরে ঘরে ফিরতে পারলেই যেন নিরাপত্তার দেয়ালের পেছনে গা-ঢাকা দেওয়া যাবে। ডিসেম্বর ঘনিয়ে এলে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে চোখে পড়তে থাকে সতর্ক সন্ত্রস্ত চোখে ভিনদেশি সেনাদল এদিক-সেদিক তাকিয়ে নির্জন জনপদের পাশ ঘেঁষে চলে যেতে থাকে সেনানিবাসের দিকে। ট্রাকের জান্তব শব্দের নিচে চেপে রাখতে চায় ওদের ভয়। সেই আসন্ন শীতের দিনগুলোতে জবুথবু মনে হতো রণক্লান্ত ও সন্ত্রস্ত হানাদার বাহিনীর জলপাই রঙের কনভয় ও জিপগুলোকে। একদা হিংস্র মুখগুলোকে আতঙ্কে ফ্যাকাশে মনে হতো। ডিসেম্বর মাস এলে মনে পড়ে ঢাকার মানুষ আসন্ন চূড়ান্ত লড়াইয়ের তীব্রতার উদ্বেগ ও সংশয় ভুলে গিয়ে প্রতীক্ষায় প্রহর গোনা শুরু করে কখন রাস্তায় নেমে চিৎকার করে তুলতে পারবে ‘জয় বাংলা’ ধ্বনি। সারা বাংলার মানুষের কাছে তখন পাকা ফসলের গানের চেয়ে সুমিষ্ট মনে হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল ডিসেম্বর হেমন্তের আর নবান্নের মাস, পাকা ফসল আর নমিত আবহাওয়ার মাস, সোনালি ধান আর সুফলা সবজির মাস, বাংলার রূপমুগ্ধ ভ্রমণ আর উৎসবের মাস, ভূমিহীন মানুষের ফসল কুড়ানোর মাস- তবুও সব ছাড়িয়ে ডিসেম্বর আসে আমাদের যুদ্ধজয়ের স্মৃতি নিয়ে। ডিসেম্বর আমাদের কৃষকের পূর্ণতার কাল, বাংলাদেশের মুক্তিকামী মানুষের বিজয় সেই পূর্ণতাকে ভরিয়ে দেয় কানায় কানায়। ডিসেম্বর এলেই আমাদের মনে পড়ে ‘পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত/ ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, /নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগি^দিক এই বাংলায়/ তোমাকেই আসতে হবে, হে স্বাধীনতা।’ |