এক বিশ্বকাপেই দলের ২৬ ফুটবলার মাঠে, ব্রাজিলের ইতিহাস
ক্রীড়া ডেস্ক
|
![]() স্কোয়াডের ২৫ জনেরই এই আসরের ম্যাচ খেলার অভিজ্ঞতা হওয়ার পর সবশেষ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ওয়েভারটনও সুযোগ পান বদলি নেমে। তাতেই হলো বিশ্বকাপের রেকর্ড। এক আসরে সব খেলোয়াড়কে ব্যবহার করার আগের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ২০১৪ সালে ব্রাজিলের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাইকেল ভোর্মকে নামিয়ে ২৩ জনের সবাইকে খেলায় ডাচরা। সবমিলিয়ে ব্রাজিলের নামের পাশে জুড়িয়ে গেছে নতুন এক রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে আর কোনো দল এর আগে এক আসরে ২৬ খেলোয়াড়কেই মাঠে নামানোর সাহস করেনি। ব্রাজিল সেই রেকর্ড গড়েছে এবার। /এএ/
|