রাতে মুখোমুখি হচ্ছে স্পেন-মরক্কো
ক্রীড়া ডেস্ক
|
![]() গ্রুপের রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্পেন। তাদের গ্রুপের চ্যাম্পিয়ন জাপান এরই মধ্যে ক্রোয়েশিয়ার কাছে হেরে নকআউটে বিদায় নিয়েছে। অনেকের মতে, স্পেন দ্বিতীয় হওয়ায় ভালোই হয়েছে। তবে মরক্কোকেও গণনায় না ধরলে বিপদে পড়তে হবে স্পেনকে। মরক্কানদের কাউন্টার অ্যাটাক প্রতিপক্ষদের কতটা ভুগিয়েছে, সেটা ভালোভাবে জানা ২০১০ সালের চ্যাম্পিয়নদের। গ্রুপে অজেয় থাকার আত্মবিশ্বাস নিয়ে স্পেনের মোকাবিলা করবে মরক্কো। চলতি বিশ্বকাপে আফ্রিকানদের আশা ভরসা এখন তারাই। ১৯৮৬ সালের পর প্রথমবার শেষ ষোলোতে উঠেছে তারা, এখানেই অভিযান শেষ করতে চায় না মরক্কো। ওয়ালিদ রেগরাগুই নকআউট নিশ্চিতের পর জানিয়ে দেন, তারা এবার বিশ্বকাপ জিততে চান। /এএ/
|