যুক্তরাষ্ট্রের বিদ্যুৎকেন্দ্রে হামলা, নর্থ ক্যারোলিনায় কারফিউ
সময়ের আলো অনলাইন
|
![]() ওই কাউন্টিতে স্থানীয় সময় রোববার রাত থেকে সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আগামী আরও কয়েক রাত বিদ্যুৎ না থাকতে পারে এমন আশঙ্কার মধ্যে পৌরসভা এবং কাউন্টির কর্মকর্তারা নাগরিকদের সর্বোত্তম সুরক্ষা দিতে এই কারফিউ জারির পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন। কেন শনিবার রাতে ওই সাবস্টেশন দুটিতে গুলি হামলা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান মুর কাউন্টি শেরিফ রনি ফিল্ডস। উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় মুর কাউন্টিতে সোমবার স্কুল বন্ধ ঘোষণা করা হয়। স্কুল বন্ধ রাখার সময় আরও দীর্ঘায়িত হতে পারে। স্থানীয়, রাজ্য ও ফেডারেল প্রশাসন এবং এফবিআই যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। রোববার বিকাল থেকে কার্যকর করা হয়েছে জরুরি অবস্থাও। যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী জেনিফার গ্রানহোম টুইটারে এক পোস্টে বলেছেন, তিনি ডিউক এনার্জি করপোরেশনের (ওই সাবস্টেশন দুটোর মালিক) সঙ্গে যোগাযোগ করেছেন। জ্বালানি অধিদপ্তর অন্যান্য সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মুরে কাউন্টির প্রায় ৪০ হাজার বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মুর কাউন্টি শেরিফ বলেন, ‘‘এটা ঘটনা চক্রে ঘটেনি। এটা পরিকল্পিত হামলা ছিল।” বার্তা সংস্থা রয়টার্স জানায়, মুর কাউন্টির ৬৪ শতাংশ গ্রাহক রোববার রাতেও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। |