ই-পেপার বুধবার ৬ ডিসেম্বর ২০২৩
বুধবার ৬ ডিসেম্বর ২০২৩

এইচএসসি পরীক্ষার্থী খুন: আসামি রকির স্বীকারোক্তি
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৫:৪৭ পিএম  (ভিজিট : ১০৮)
রাজধানীর মধ্য বাড্ডায় এইচএসসি পরীক্ষার্থী আশফাকুর রহমান চৌধুরী শাতিল হত্যা মামলায় আসামি আব্দুল আজিজ রকি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রকিকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. হানিফ। এসময় রকি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। 

আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম আসামির জবানবন্দি রেকর্ড করেন। এর পর তাকে কারাগারে পাঠানো আদেশ দেন আদালত।

এছাড়া এদিন মামলার এজাহার আদালতে আসে। অপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তা গ্রহণ করে আগামী ৮ জানুয়ারি মামলার প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য করেন।

জানা যায়, এ বছর বাংলাদেশ নৌবাহিনী কলেজের (বিএন কলেজ) উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন শাতিল। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্য বাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৩ নম্বর রোডে তাকে ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে শাতিল হাসপাতালে মারা যায়। 

এছাড়া ছুরিকাঘাতে শাতিলের বন্ধু শোয়াইব হোসেন ও রুপম দত্ত আহত হন। শোয়াইব ও রুপম তেজগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। এ ঘটনায় শাতিলের বাবা গোলাম মনিরুজ্জামান বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন।

/জেডও




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com
close
https://www.shomoyeralo.com/ad/1698384544SA-Live-Update.jpg