ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

২১ ওভার শেষে ভারতের সংগ্রহ ১০১/৪
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৬:১৬ পিএম  (ভিজিট : ১০৩)
মিরাজের বলে রাহুলের বিদায় পাঁচ নাম্বারে নেমে বেশিক্ষণ টিকতে পারলেন না লোকেশ রাহুল। প্রথম ওয়ানডের সেরা ভারতীয় ব্যাটসম্যান ১৪ রানে ফিরে গেলেন মেহেদী হাসান মিরাজের কাছে এলবিডব্লিউ হয়ে। দশম ওভারে সাকিব আল হাসান ওয়াশিংটন সুন্দরকে ফেরানোর পর প্রতিরোধ গড়েন রাহুল ও শ্রেয়াস আইয়ার। আট ওভার পর ভাঙলো এই জুটি। ৬৫ রানে ৪ উইকেট হারালো ভারত। তাদের লক্ষ্য ২৭২ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২১.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০১ রান। ৪৮ বলে ২৫ রান করে এক প্রান্ত আগলে রেখেছেন আয়ার। ৬ নম্বরে নামা অক্ষর প্যাটেল তাকে সঙ্গ দিচ্ছেন উইকেটের অপর প্রান্তে।

এর আগে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি আর মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরিতে ভারতকে ২৭২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭১ রান তোলে বাংলাদেশ। ১০০ রানে অপরাজিত ছিলেন মিরাজ। ৭৭ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। নাসুম আহমেদ করেন ১১ বলে ১৮। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে এবাদতের পেস বলে পুল করতে গিয়ে বোল্ড হন কোহলি। আঙুলে চোট পাওয়া রোহিত শর্মা আজ ওপেনিংয়ে নামেননি। তার বদলি হিসেবেই ওপেনিংয়ে এসে ৬ বলে এক চারে ৫ রান করে ফেরেন কোহলি। এরপর শিখর ধাওয়ানকেও ফেরায় বাংলাদেশ। এবার মুস্তাফিজুর রহমান। ধাওয়ান আউট ৮ রানে। বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচে জিতলেই ওয়ানডে সিরিজ বাংলাদেশের। প্রথম ম্যাচে ১ উইকেটে জিতেছিল টাইগাররা।

/এএ/




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close