কালিয়াকৈরে পাঁচ ইটভাটায় উচ্ছেদ অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
|
![]() বুধবার (৭ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটা গড়ে তুলে অসাধু কিছু ব্যবসায়ী। তবে এসব অবৈধ ইটভাটা গড়া ওঠার পিছনে রয়েছে স্থানীয় প্রশাসন ও গাজীপুর পরিবেশ অধিদপ্তরের কিছু অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশ। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর এসব অবৈধ ইটভাটায় অভিযান করলেও কর্মকর্তাদের যোগসাজশে ফের আবার চালু করেন ভাটার মালিকরা। উপজেলায় প্রায় অর্ধশতাধিক ইটভাটা রয়েছে। এসব ইটভাটার বেশির ভাগ ভাটা অবৈধ। তবে দুপুরে উপজেলার দারিয়াপুর এলাকার ওই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ও নির্বাহী মাজিস্ট্রেট। এসময় উপজেলার লতিফপুর এলাকার মেসার্স কুমিৎপুর ব্রিকস (কেবিএম)-কে ৫ লাখ টাকা, মেসার্স খাজা মঈনউদ্দিন ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স আর আর ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স স্টার ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স কিরণ ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। গাজীপুর পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মো. নয়ন মিয়া বলেন, আজ অভিযানে ৫টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর বিভিন্ন ধরা ভঙ্গ করায় সর্বমোট ২৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। /জেডও
|