হাজিরা দিতে আদালতে মির্জা ফখরুল
সময়ের আলো অনলাইন
|
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তিনি আদালতে পৌঁছান। আদালতের কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ৯টায়। পরে তিনি তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবার চেম্বারে বসেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে দুই মামলার হাজিরা দেবেন তিনি। ফখরুলের আইনজীবী মেজবা বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগের করা দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার পর তিনি মামলার হাজিরা ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে উপস্থিত হবেন। |