ই-পেপার সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪
সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে ব্যক্তিবিপণনের মনস্তাত্বিক মূল্যয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ২:০৮ এএম আপডেট: ২৮.১২.২০২২ ৫:৫৭ পিএম  (ভিজিট : ৩১২)
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যক্তিবিপণনের মনস্তাত্বিক মূল্যয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের  সেমিনার রুমে এই  সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. মাহবুব উল আলম। তিনি বলেন, "আগামী প্রজন্মের সঙ্গে কথা বলা আমাদের মত সিনিয়রদের দায়িত্ব। মূল্য নির্ধারণ এবং মূল্য প্রদান করাই হল বিপণন। মনস্তাত্ত্বিক মূল্যায়ন নিজেদের মধ্যে একটি দৃঢ় আত্মবিশ্বাস তৈরি করে।''

অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, "মনস্তাত্ত্বিক মূল্যায়ন শিল্প ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে....ফলে আমাদের শিক্ষার্থীরা কর্পোরেট অফিসের পরিবেশ বুঝতে পারবে।''  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ফাজলী ইলাহী বলেন, ‘আজ আমাদের প্রধান বক্তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সমাজের সকল সেক্টরের পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের জন্য মার্কেটিং প্রয়োজন। মাহবুব উল আলম আমাদের মার্কেটিং সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করেছেন।’

ড. এস. এম. শাফিউল আলম বলেন, ‘এখন সর্বত্রই বিপণন। আমি বাস্তবেও তা এখন উপলব্ধি করছি। এখানে আসার আগেও  ব্যক্তিগত বিপণন সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না। বিষয়টি আমাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য প্রধান বক্তাকে ধন্যবাদ।’

অনুষ্ঠানে অধ্যাপক ড. সালেহ মোহাম্মদ মাশহেহ্দুল ইসলাম বলেন, "ব্যক্তি থেকে ব্যক্তির বিপণন সাধারণত বৃহৎ আকারের বিপণন। এই বিপণন কৌশলটি ব্যক্তির ওপর ব্যাপক প্রভাব ফেলে। সেখানে সরাসরি প্রশ্ন করা হতে পারে। ফলে গ্রাহকের কী প্রয়োজন, সেইসাথে গ্রাহকের চাহিদা মেটানো এবং গ্রাহক ধরে রাখার জন্য ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জন করতে হবে।''  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close