ই-পেপার মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪

নামাজে মুসল্লির ভুল হলে সাহু সেজদার পদ্ধতি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৪:১১ এএম  (ভিজিট : ১৮৯৮)
জিজ্ঞাসা : আমাদের মসজিদে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করছিলাম। ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বসার সময় কিছুটা দীর্ঘ করে তকবির বলেন। ফলে দাঁড়ানোর তকবির ভেবে আমরা কয়েকজন মুক্তাদি দাঁড়িয়ে যাই। এরপর অন্যদের দেখাদেখি আবার বসে পড়ি এবং শেষে ইমামের সঙ্গেই সালাম ফিরাই। এখন জানার বিষয় হচ্ছে-আমাদের ওই নামাজ হয়েছে কি না। আমাদের কি সাহু সিজদা করতে হবে?
মুনিবুর রহমান সাতক্ষীরা

জবাব : আপনাদের ওই নামাজ সহিহ হয়েছে। জামাতের সঙ্গে নামাজ পড়া অবস্থায় মুক্তাদির নিজস্ব ভুলের কারণে ইমাম-মুক্তাদি কারও ওপরই সাহু সিজদা ওয়াজিব হয় না। তাই ভুলে দাঁড়িয়ে গেলেও আপনাদের ওপর সাহু সিজদা ওয়াজিব হয়নি। সুতরাং ইমামের সঙ্গে সালাম ফেরানো ঠিক হয়েছে। বিখ্যাত তাবেয়ি ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন, ‘তুমি যদি ইমামের পেছনে ভুল করো; কিন্তু ইমাম যদি কোনো ভুল না করে, তাহলে তোমার ওপর সাহু সিজদা নেই। আর ইমাম ভুল করলে তোমার ভুল না হলেও ইমামের সঙ্গে তোমাকে সাহু সিজদা করতে হবে।’ (কিতাবুল আসল : ১/৯৭; বাদায়েউস সানায়ে : ১/৪২০; ফাতহুল কাদির : ১/৪৪৩; রদ্দুল মুহতার : ২/৮২)



আরও সংবাদ   বিষয়:  সাহু সেজদা  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close