প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১১:৩৭ এএম (ভিজিট : ১৪৪০)
মানুষের বৈঠক ও আলাপ-আলোচনাও যেন পুণ্যময় হয় এবং গুনাহ হয়ে গেলে তা যেন ক্ষমা করে দেওয়া হয় সে জন্য আল্লাহর রাসুল (সা.) একটি দোয়া শিখিয়েছেন।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘বৈঠক শেষে যে ব্যক্তি এই দোয়া পড়বে-‘সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইক’, অর্থাৎ ‘হে আল্লাহ, আমি আপনার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তওবা করছি’-তাহলে আল্লাহ তায়ালা বৈঠকে করা তার ভুলত্রুটি ও গুনাহ ক্ষমা করবেন। (তিরমিজি, হাদিস : ৩৪৩৩)