ই-পেপার শুক্রবার ৪ অক্টোবর ২০২৪
শুক্রবার ৪ অক্টোবর ২০২৪

করোনায় ১৩ জন শনাক্ত, মৃত্যু নেই
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৬:৩০ পিএম  (ভিজিট : ২২২)
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১৩ জন। আক্রান্তদের মধ্যে ৬ জন ঢাকা বিভাগের, চট্টগ্রামের একজন, রাজশাহীর ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন আক্রান্ত হয়েছেন। বাকি চার বিভাগ অর্থাৎ ময়মনসিংহ, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে কেউ আক্রান্ত হননি। 

এর আগের দিন বৃহস্পতিবার করোনায় মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ২২ জন। এছাড়া  গত একদিনে পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশে। যা আগের দিন এই শনাক্তের ছিল এক দশমিক শূন্য ৩ শতাংশে ।
 
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৯ জনের। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ১০২ জন হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩ জন। এই নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার  ৬৮৬ জন। 

এছাড়া দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ৪৩ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close