প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১:০১ এএম (ভিজিট : ৩৬১)
রাজধানীর গুলশানের নিকেতন এলাকায় স্বামী-স্ত্রী কলহের জেরে ধরে বোতল ভেঙ্গে কাঁচের টুকরো পেটে ঢুকিয়ে মাহিমুন মুলান (২২) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর জেলার চন্দনতলা গ্রামে। তার বাবার নাম মোফাজ্জল হোসেন। বর্তমানে উত্তর বাড্ডার নিকেতনের ১১০ নম্বর বাসায় থাকতেন।
নিহতের স্বামী জুবায়ের হোসেন জানান, আমাদের বাসা উত্তর বাড্ডায়। আমার স্ত্রীর অতিরিক্ত রাগী। পারিবারিক কলহের জেরে আমার স্ত্রী কাঁচের বোতল ভেঙে কাচের টুকরো পেটে ঢুকিয়ে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। স্বামীকে জিজ্ঞাসা করার জন্য আটক করা হয়েছে।