ই-পেপার মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪

বছর জুড়ে ময়মনসিংহের যত আলোচিত ঘটনা
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৬:০৫ পিএম  (ভিজিট : ৩৬২)
২০২২ সাল পুরো বছর জুড়েই খুনাখুনি, সড়ক দুর্ঘটনা এবং আত্মহত্যার ঘটনা কাঁদিয়েছে ময়মনসিংহ বাসীকে। তবে সড়ক দুর্ঘটনায় বাবা, মা এবং বোনের মৃত্যু হলেও পেট ফেটে অলৌকিক ভাবে জন্ম নেয়া শিশু বিস্ময়ের সৃষ্টি করেছিল পুরো দেশজুড়ে। বছরের শেষের দিকে নেপালকে হারিয়ে হাসি আনন্দে ময়মনসিংহসহ সারা দেশের মানুষকে মাতিয়েছে সানজিদা মারিয়ারা। 

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, গেল বছরে জেলায় খুনাখুনিতে মারা গেছে ৩৯ জন, আত্মহত্যায় প্রাণ দিয়েছেন ৪০৪ জন, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১১৩ জন। তবে খুনাখুনি এবং আত্মহত্যায় মৃত্যুর সংখ্যা আরও বেশি হবে। 

১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় বাবা-মা-বোন মারা গেলেও মায়ের পেট ফেটে ঘটনাস্থলেই অলৌকিক ভাবে জন্ম দেয় শিশু ফাতেমা। 

উপজেলার রায়মনি গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগমকে নিয়ে চিকিৎসক দেখাতে আসেন ত্রিশালে। সাথে ছিলেন তাদের ছয় বছরের মেয়ে সানজিদা আক্তারও। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। রত্নার পেট ফেটে জন্মনেয় ফুটফুটে শিশু ফাতেমা। স্থানীয়রা নবজাতকটিকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চুরখাই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তারপর নবজাতকের দেখবালের দায়িত্ব নেন ময়মনসিংহ নগরীর লাবীব হাসপাতালের পরিচালক মো.শাহজাহান। এই ঘটনা পুরো দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। বর্তমানে শিশু ফাতেমা আজিমপুর শিশু পরিবারে সরকারের তত্ত্বাবধানে রয়েছেন। 

বাবা মায়ের সঙ্গে অভিমান করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) স্ট্যাটাস দিয়ে ১৪ মার্চ ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকা স্বদেশী বাজার মোড়ের একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে অর্ক প্রিয়া ধর সৃজা (১৫)। সে গবেষক, ছড়াকার ও ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক স্বপন ধরের মেয়ে এবং বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। মৃত্যুর আগ মুহূর্তে পরিবারের সদস্যদের ওপর অভিমানের কথা উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়। এ ঘটনাটি কাঁদিয়েছে সৃজার পরিবারসহ অন্যান্য মানুষকেও। 

১৬ এপ্রিল ময়মনসিংহের মুক্তাগাছায় আঞ্চলিক মহাসড়ক থেকে সুরুজ আলী সূর্যি (৪৮) নামে এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশেই পড়ে ছিল তার ব্যবহৃত মোবাইল ও মোটরসাইকেল।

নিহত সুরুজ আলী সুর্যি ঘোগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিল। স্বজন ও ঘোগা ইউপি চেয়ারম্যানের দাবি পূর্ব শুত্রুতার জেরে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। 

দেশের ধুঁকতে থাকা ফুটবলে আলোর রেখা পায় নারীরা। সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। যা দেশের ফুটবলে অন্যতম বড় অর্জন। সানজিদা মারিয়াদের সেই অর্জনে মেতেছিল পুরো দেশ। সেই চ্যাম্পিয়ন দলের মধ্যে আটজনেই ছিল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মেঘালয় রাজ্যঘেঁষা কলসিন্দুরের মেয়ে। 

সারা দেশের ন্যায় বিভাগীয় শহর ময়মনসিংহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দেয়া তাদের বর্ণিল সংবর্ধনা। তাদের আনন্দে একাকার হয় পুরো ময়মনসিংহ বাসী।  

/এসএইচএন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close