ই-পেপার মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪

চাটমোহরে যুবলীগ নেতা হত্যায় ১৩ জনের নামে মামলা, গ্রেফতার ৪
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৬:৪৮ পিএম  (ভিজিট : ৪০৭)
পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা আনিসুর রহমানকে হত্যার ঘটনায় থানায় ১৩ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, ‘নিহত পার্শ্বডাঙ্গা  ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আসিনুর রহমান এর ছেলে মো: মিজানুর রহমান বাদী হয়ে ১৩ জনের নামে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ গতকাল ও রাতে অভিযান চালিয়ে নামীয় ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা  ইউনিয়নের প্রভাকর পাড়া গ্রামের আয়নাল হক ও আনিসুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ সেই জায়গা নিজের দাবি করে আনিসুর রহমান শুক্রবার দুপুরের দিকে সীমানা প্রাচীর দেওয়ার সময় আয়নাল হক গংয়েরা তাদের উপর হামলা চালায়। এতে আনিসসহ কমপক্ষে ৯জন আহত হয়। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় আনিসকে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এসএইচএন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close