প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৬:৫৩ পিএম (ভিজিট : ৪৫০)
বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য ৫টি আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হচ্ছে কাল। এ লক্ষ্যে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আহবান করা হয়েছে। সভাটি রোববার বিকাল সাড়ে ৪ টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
শনিবার আওয়ামী লীগের দফরত সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন বোর্ডের সভার তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
বিএনপির দলীয় সংসদস সদস্যরা পদত্যাগ করায় ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন শূন্য হয়। এসব আসনে উপ-নিার্বচন করতে এরিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে ভোট হওয়ার কথা রয়েছে। তাছাড়া মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। বাছাইয়ের শেষ তারিখ ৮ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
এর আগে এসব আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন দলটি। আগ্রহী প্রার্থীরা শনিবার বিকেল পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।
এদিকে শনিবার পাঠানো বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদীয় মনোনয়ন বোর্ডের সকল সদস্যকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
/এসএইচএন