ই-পেপার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৮:৩২ পিএম  (ভিজিট : ৪৩৫)
একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসায় ভর্তির আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কলেজ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) ফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আজ ১ জানুয়ারি হতে ৮ জানুয়ারি সন্ধ্যা ৮ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩২৮ টাকা জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি শুরু হবে ২২ জানুয়ারি। ২৬ জানুয়ারি পর্যন্ত ভর্তি  করা যাবে।

মাধ্যমিকের ফলাফলে পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ শিক্ষার্থী। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসিতে ৮৮ দশমিক ১০ শতাংশ শিক্ষার্থী পাস করে। এছাড়া মাদরাসা বোর্ডের দাখিলে পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৮৯ দশমিক ৫৫ শতাংশ। আর জিপিএ-৫ পয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।

/এমএইচ/




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close