প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১১:০৬ পিএম (ভিজিট : ১৫০৮)
চ্যাম্পিয়নদের মতোই খেলছে বসুন্ধরা কিংস। চলতি প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। শনিবার রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়েছে তারা। এর মধ্য দিয়ে লিগ টেবিলে শীর্ষস্থানও অক্ষুণ্ন রেখেছে কিংস। বলাবাহুল্য এবারের লিগে একমাত্র দল হিসেবে তিনটি ম্যাচেই জয় পেল কিংস। ৩ খেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী। এদিকে গতকাল চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করে টেবিলে চতুর্থ স্থানে নেমে এসেছে মোহামেডান। দিনের আরেক খেলায় এএফসি উত্তরাকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে নবাগত ফোর্টিস।
শনিবার কিংস আরেনায় বসুন্ধরার জয়ের রূপকার ছিলেন তিন ব্রাজিলিয়ান। ম্যাচের প্রথমার্ধে স্বাগতিকদের লিড এনে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন গোমেজ। খেলার ১১ মিনিটে এগিয়ে যায় কিংস। এ সময় বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান সতীর্থ মিগেইল ফিগেইরার দর্শনীয় এক মাপা ক্রসে নিখুঁত হেডে বল জালে জড়িয়ে দেন দোরিয়েলতন। পরের গোলটির উৎসও ছিলেন ফিগেইরা।
ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংস। এ সময় ফিগেইরার দারুণ পাসে বক্সে ঢুকে বলের নিয়ন্ত্রণ নিজের কাছে রেখে আড়াআড়ি শটে রহমতগঞ্জ গোলরক্ষক মামুন আলীকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান অ্যাটাকার রবসন রবিনহো। যোগ করা সময়ে সুযোগ পেয়েছিল রহমতগঞ্জও। এ সময় সতীর্থের কর্নার থেকে তানভীরের নেওয়া হেড লক্ষ্যে থাকেনি। এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়ানোর মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি পুরান ঢাকার ক্লাবটি। তিন খেলায় রহমতগঞ্জ পেয়েছে ১ পয়েন্ট।
কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে অনেক কষ্টে হার এড়িয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান। ম্যাচে দুদুবার পিছিয়ে পড়ে ড্র করেছে সাদা কালো জার্সিধারীরা। দিনের অন্য ম্যাচে আরেক ঐতিহ্যবাহী মোহামেডান পিছিয়ে থেকে ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। মোহামেডানের বিপক্ষে ম্যাচের ২৯ মিনিটের মাথায় ওজকাউ ডেভিডের গোলে লিড নেয় চট্টগ্রাম আবাহনী। এর দু মিনিটের মধ্যেই সুলেমান দিয়াবাতের গোলে সমতায় ফেরে মোহামেডান। প্রথমার্ধের ইনজুরি টাইমে দ্বিতীয়বার লিড নেয় চট্টগ্রাম আবাহনী। গোল করেন ইয়াকুবা বাম্বা। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে মানিক মোল্লার গোলে হার এড়ায় মোহামেডান। ৩ খেলায় দলটির সংগ্রহ ৫ পয়েন্ট। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীর ঝুলিতে ২ পয়েন্ট।
গতকাল চমক দেখিয়েছে নবাগত ফর্টিস। উত্তরাকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ২৯ মিনিটের মাথায় সাখাওয়াত রনর দেওয়া গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দলটি। এই জয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ফর্টিস। ৩ খেলায় তাদের সংগ্রহ ৪ পয়েন্ট।
পাঁচ দিন বিরতির পর প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ড শুরু হবে আগামী ৬ জানুয়ারি। একই দিন অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে দ্বৈরথে নামবে চট্টগ্রাম আবাহনী। মোহামেডান মুখোমুখি হবে শেখ জামালের।
পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে শেখ জামাল। কিংস ও আবাহনীর মতো তারাও এখন পর্যন্ত অপরাজিত। ৩ খেলায় তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ আছে ৫ নম্বরে। রেস থেকে অনেকটা পিছিয়ে পড়েছে শেখ রাসেল। তারা অবস্থান করছে সাত নম্বরে।
ঘরোয়া ফুটবল লিগে দিনকে দিনই একক শক্তি হয়ে উঠছে বসুন্ধরা কিংস। গত দুই আসরের চ্যাম্পিয়ন তারা। এবার কিংসের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি। এরই মধ্যে নারী লিগে হ্যাটট্রিক শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে কিংসের পুরুষ ফুটবল দলও।
/এমএইচ./