যুক্তরাজ্যে অভিবাসী হোটেল থেকে ২০০ শিশু নিখোঁজ
সময়ের আলো অনলাইন
|
![]() যুক্তরাজ্যের অভিবাসী হোটেল থেকে শিশু অপহরণের ঘটনা নতুন নয়। গত দেড় বছরে প্রায় ৬০০ অভিবাসী শিশুকে ব্রাইটনের ওই হোটেলে রাখা হয়। জানা গেছে, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত এসব হোটেল থেকে প্রতিদিনই ঘটছে অপহরণের ঘটনা। সাইমন মারে জানান, নতুন করে অন্তত ২০০ শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুদের মধ্যে একটি মেয়ে এবং ১৬ বছরের কম বয়সী কমপক্ষে ১৩ জন শিশু রয়েছে। হোটেলের বাইরে থেকে একটি অপরাধী চক্র অভিবাসীদের অপহরণ করেছে বলেও উল্লেখ করেন তিনি। নিখোঁজ শিশুদের ১৭৬ শিশুই আলবেনিয়ান নাগরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, গত ১৮ মাসে প্রায় ৬০০ অভিবাসী শিশুকে ব্রাইটনের ওই হোটেলে রাখা হয়েছে। এই সময়ের মধ্যে ১৩৬ জন নিখোঁজ হয়েছিল। তাদের বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছে ৭৯ জন। নতুন করে আবারও নিখোঁজের ঘটনা ঘটল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন হোটেল কর্মচারী জানান, বেশিরভাগ শিশুকে অপহরণের পর মাদকপাচারের কাজে ব্যবহার করে অপরাধীরা। এমনকি শিশুদের ঝুঁকি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনেকবার অবহিত করা হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। সাসেক্স পুলিশ বাহিনীর মতে, ২০২১ সালে সালের জুলাই মাসে ব্রাইটন এবং হোভের হোটেলগুলিতে আশ্রয়প্রার্থীদের আবাসন শুরু করে যুক্তরাজ্য। তখন ১৩৭ জন শিশু নিখোঁজ হয় বলে জানা গেছে। ৬০ জনকে পাওয়া গেলেও ৭৬টি তদন্তাধীন রয়েছে। |