বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম; ৩ শিক্ষার্থী গ্রেফতার
বরিশাল ব্যুরো
|
![]() এদিকে ওই হামলার ঘটনায় বুধবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে। আহত ছাত্রলীগ নেতা মহিউদ্দীন আহমেদ সিফাত বাদী হয়ে বিমান বন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাতজনকে আসামি করা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও সাতজনকে। এ বিষয়ে বন্দর থানার ওসি আসাদুজ্জামান বলেন, মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া আরও একজনকে সন্দেহজনক আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতার হওয়া তিনজন হলেন— বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আলীম সালেহী, রিয়াজ উদ্দীন মোল্লা ও তাদের সহযোগী শামীম সিকদার। এরা তিনজনই বিশ্বিবদ্যালয়ের ছাত্র এবং ছাত্রলীগ করেন। এই তিনজনই এক সময় হামলার শিকার ছাত্রলীগ নেতা মহিউদ্দীন আহেমদ সিফাতের সঙ্গে একই গ্রুপে রাজনীতি করতেন। তারা সবাই বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ববির শের-ই-বাংলা হলের একটি কক্ষে ঢুকে ছাত্রলীগের নেতা মহিউদ্দীন আহমেদ সিফাতকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে হেলমেট ও মুখোশ পরা দুর্বৃত্তরা। এ সময় ওই কক্ষে থাকা তার দুই অনুসারীকেও মারধর করা হয়। তাদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|