জয়পুরহাট জেলা কারাগারে হাজতির মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি
|
![]() মৃত্যু আব্দুল মমিন জয়পুরহাট জেলা সদর উপজেলার ধানমন্ডি মহল্লার মজিবর রহমানের ছেলে। জেলা কারাগার সূত্রে জানা যায়, আব্দুল মমিন দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকাসক্ত অবস্থায় পরিবারের সদস্যদের প্রতি অত্যাচার ও নির্যাতন করতেন। তার পরিবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত বছর ১৫ এপ্রিল জয়পুরহাট সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। মঙ্গলবার ৩ টার দিকে আসামি আব্দুল মমিন জয়পুরহাট জেলা কারাগারে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাকে আধুনিক জেলা হাসপাতাল ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জয়পুরহাটের জেল সুপার রীতেশ চাকমা জানান, মৃত আব্দুল মমিনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানান। জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা:মো শহীদ হোসেন জানান, হাজতিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কী কারনে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত শেষে বিষয়টি জানা যাবে। |