নাশকতা মামলায় নড়াইলের ৪২ বিএনপি নেতাকর্মী কারাগারে
নড়াইল প্রতিনিধি
|
![]() আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার বলেন, পৃথক দুই মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিবভী জর্জ, লোহাগড়া উপজেলার সভাপতি মো. নজরুল জমাদারসহ দলটির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের ৪২ জন নেতাকর্মী পৃথক দুই মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর মধ্যে সদর থানায় দায়েরকৃত মামলায় ২৯ জন এবং লোহাগড়া থানায় দায়েরকৃত অপর মামলায় ১৩ জনকে কারাগারে প্রেরণ করে আদালত। গত ৩ ডিসেম্বর রাতে সীমাখালীর মালিবাগ এলাকায় নাশকতা চালায় বলে এজাহারে উল্লেখ্য করা হয়। এ ঘটনায় ৪ ডিসেম্বর সদর থানায় দায়েরকৃত নাশকতার মামলায় ৩২ জনের নাম উল্লেখ্যসহ ১৪০/১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। এরপর আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন।
|