জমি নিয়ে বিরোধের জেরে ঘোড়াঘাটে সংঘর্ষ, নিহত ২
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
|
![]() নিহতরা হলেন- উপজেলার খোদাদপুর চার মাথা এলাকার হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মীম (২৪) ও একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাকিব (২২)। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের পরিবারের সঙ্গে একই এলাকার ওমর আলীর পরিবারের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে জমির দখল নিয়ে দুই পক্ষ লাঠিসোটাসহ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হয়ে মীম ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া গুরুতর আহত রাকিবকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংঘর্ষে আহত আরও চার জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নজরদারিতে রাখা হয়েছে। ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, নিহত মীম ও রাকিবের পরিবারের সঙ্গে একই এলাকার ওমর আলীর পরিবারের মধ্যে ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জেরে আজ সকালে দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মীম মারা যান। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে রাকিব হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। |