ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতীয় পেসার সিরাজ
ক্রীড়া ডেস্ক
|
![]() অস্ট্রেলিয়ার বিপক্ষে চরম বাজে পারফরম্যান্সের কারণে বোলারদের র্যাঙ্কিংয়ে পিছিয়ে সিরাজের অবস্থান দাঁড়িয়েছিল ২৭৯তে। অজিদের বিপক্ষে সিরাজের পারফরম্যান্স এতটাই বাজে ছিল যে, ওয়ানডেতে সিরাজের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন অনেকে। এমনকি সিরাজকেও ওয়ানডে ফরম্যাটে আরেকটি সুযোগ পেতে অপেক্ষা করতে হয়েছে তিন বছর ও হাজার দিনের বেশি। অবশেষে গত বছরের ৬ ফেব্রুয়ারি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ওয়ানডেতে সুযোগ পান সিরাজ। এরপর কেবল উত্থানই সঙ্গী করেছেন এই ডানহাতি পেসার। এক বছর না পেরোতে ২০ ম্যাচে সুযোগ পেয়ে ২৭৯তম অবস্থান থেকে বড় বড় তারকা বোলারদের পেছনে ফেলে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন সিরাজ। ৭২৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠা সিরাজ পেছনে ফেলেছেন ট্রেন্ট বোল্ট, জস হ্যাজলউডের মতো তারকাদের। এরমধ্যে দীর্ঘদিন একে থাকা বোল্ট গত বছরের সেপ্টেম্বর থেকে মাঠে না নামায় পিছিয়ে গেছেন তিনে। দুইয়ে আছেন হ্যাজলউড। /এএ/
|