ই-পেপার বিজ্ঞাপনের তালিকা মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ৭ চৈত্র ১৪২৯
ই-পেপার মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/Local-Portal_320-X-100.gif
কাতারে কুরআন সুন্নাহ পরিষদের বার্ষিক সাংস্কৃতিক উৎসব উদযাপিত
মো নাহিদ ইসলাম, কাতার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ১২:১৪ পিএম | অনলাইন সংস্করণ  Count : 735

প্রতি বছরের ন্যায় বাংলাদেশ কুরমান সুন্নাহ পরিষদ কাতার বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

কাতারের রাজধানী দোহা সিটির আল আরাবী স্পোর্টস ক্লাব মিলনায়তনে হাজার হাজার প্রবাসী বাংলাদেশী নর-নারীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদের নব-নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জনাব হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম। 

অনুষ্ঠানমালার মাঝে ছিল ক্বেরাত, ইসলামী সংগীত, উপস্থিত ও নির্ধারিত বক্তৃতা, অভিনয় এবং লিখিত ও মৌখিক প্রশ্নোত্তর প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে উপস্থাপিত হয় আল হেরা শিল্পী গোষ্ঠীর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপনা

সংগঠনের সাধারণ সম্পাদক জনাব এইচ এম ইব্রাহীম, সহকারী সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার আহমাদ হোসাঈন, সাংস্কৃতিক বিভাগ সম্পাদক জনাব মুহাম্মদ রিজাউল কারীম এবং পেশাজীবি বিভাগ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার কামরুল আহসান মিয়ার যৌথ পরিচালনায় সংগঠনের উলামা বিভাগ সম্পাদক জনাব কারী মুস্তাফিজুর রাহমানের কুরআন তেলাওয়াত ও সহ সভাপতি জনার ইনতেখার বিন ইউসুফের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

বাংলাদেশ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিশিষ্ট উলামায়ে কিরাম, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সংগঠনের উপদেষ্টা জনাব মাওলানা মুহাম্মদ রশীদ চৌধুরী এবং সাবেক সহ সভাপতি ও সংগঠনের উপদেষ্টা জনাব জুবের আহমদ চৌধুরী।

সভাপতির বক্তব্যে জনাব আনোয়ারুল ইসলাম কুরআন সুন্নাহ পরিষদের পরিচিত তোলে ধরে বলেন, কুরআন সুন্নাহ পরিষদ কাতার প্রবাসী বাংলাদেশীদের এক আল্লাহর দাসত্ব ও রাসূল সা. আনুগত্যের পাশাপাশি কথা ও কাজের গরমিল পরিহার করে খাঁটি মুসলিম হওয়ার আহবান করে৷ কুরমান সুন্নাহ পরিষদ এ উদ্দেশ্যে নিয়মিত ভাবে কাতারের দুই শতাধিক স্থানে সহীহ কুরআন শিক্ষার আয়োজন করে থাকে, আয়োজন করে ইসলাম সম্পর্কে জানা ও বুঝার জন্য দারসুল কুরআন দারসুল হাদীস ও মাসলা মাসায়েল শিক্ষার কমসূচী। একই সাথে মোটিভেশন চালায় জানা অনুযায়ী ইসলামের আলোকে চরিত্র তৈরীর।

জনাব আনোয়ারুল ইসলাম উল্লেখ করেন যে, আল্লাহ অশেষ মেহেরবানীতে কুরআন সুন্নাহ পরিষদের এই প্রচেষ্টায় হাজার হাজার প্রবাসী নর-নারী কুরআন পড়া শিখেছেন, কুরআন বুঝে পড়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কুরআন ও সুন্নাহর আলোকে তাদের জীবন ও চরিত্র গঠনের জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন।

 জনাব আনোয়ারুল ইসলাম বলেন, কুরআন সুন্নাহ পরিষদ এসব কর্মসূচীর সাথে সাথে প্রবাসীদের কল্যাণে প্রচারবিমুখ সামাজিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিগত করোনা পরিস্থিতিতে হাজার হাজার বাংলাদেশীদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করেছে। আবাসিক সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করেছে এবং বিপদে পড়া প্রবাসীদের কার্জে হাসানা ও এককালীন সাহায্য প্রদানের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রয়েছে।

জনাব আনোয়ার প্রবাসীরা কঠোর পরিশ্রম করে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশীয় অর্থনীতিতে যে জোগান প্রদান করছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের অর্থকে বৈধ প্রক্রিয়া তথা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠাতে হবে। মুক্তি বা অন্য কোন চ্যানেলে অর্থ প্রেরণের প্ররোচনা থেকে দূরে থাকতে হবে। 

তিনি কুরআন সুন্নাহ পরিষদকে কাছে এসে দেখার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়ে বলেন, কুরআন সুন্নাহ পরিষদ সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটি প্লাটফর্ম, যেখানে প্রবাসীদের দুনিয়া ও আখেরাতের কল্যাণে নানামুখী কর্মসূচী গ্রহণ করা হয়। কুরআন সুন্নাহ পরিষদকে সকল দিক দিয়ে সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত সুধী শুভাকাংখী এবং সর্বস্তরের প্রবাসীনের প্রতি আহবান জানান।

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg



এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com