যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ২০২৪ কোপা আমেরিকা
ক্রীড়া ডেস্ক
|
![]() আগামী বছরের কোপায় আমেরিকায় কনকাকাফের ছয়টি দলকে আমন্ত্রণ জানানো হবে। এনিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রে হচ্ছে কোপা আমেরিকা। এর আগে ২০১৬ সালে ছয়টি কনকাকাফ দলকে নিয়ে যুক্তরাষ্ট্রে হয়েছিল এই প্রতিযোগিতা। এছাড়া কনকাকাফ ও কনমেবল একই বছর চারটি দল নিয়ে একটি ক্লাব প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে। কোপা লিবার্তাদোরেস ও কনকাকাফ চ্যামিপয়নস লিগের দুটি করে দল সেখানে অংশ নেবে। /এএ/
|