ই-পেপার বিজ্ঞাপনের তালিকা মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ৭ চৈত্র ১৪২৯
ই-পেপার মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/Local-Portal_320-X-100.gif
ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হাতুড়ি হামলার ভিডিও প্রকাশ
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ১:২৫ পিএম | অনলাইন সংস্করণ  Count : 92

মার্কিন সাবেক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর যে হাতুড়ি হামলা চালানো হয়েছিল তার ভিডিও প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) ভিডিওটি প্রকাশ করা হয়। এর আগে বেশ কয়েকটি সংবাদমাধ্যম ওই হামলার ভিডিও ও জরুরি সার্ভিস কল প্রকাশের জন্য আবেদন করে। খবর আল-জাজিরার।

গত বছরের ২৮ অক্টোবর ৪২ বছর বয়সী হামলাকারী ডেভিড ডিপেইপ ক্যালিফোর্নিয়ার সানফ্রানসিস্কোতে ন্যান্সি পেলোসির বাড়ির দরজা ভেঙে প্রবেশ করেন। তার হামলার মূল লক্ষ্য ছিল ডেমোক্রেট নেতা ও তৎকালীন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি।

হাতুড়ির আঘাতে পল পেলোসির বাহু ও হাতে চোট লাগে। এ ঘটনায় প্রাণে বাঁচলেও আক্রমণের পর থেকে জনসমক্ষে একটি টুপি ও গ্লাভস পরে থাকতে দেখা যায় তাকে।

প্রথম পৌঁছানো পুলিশ সদস্যের গায়ে লাগানো ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, দরজা খুলতেই দেখা যায় হামলাকারী ও পল পেলোসি হাতুড়িটি ধরে দাঁড়িয়েছে রয়েছে। এরপর হঠাৎ হাতুড়ির নিয়ন্ত্রণ নিয়ে পেলোসির ওপর আক্রমণ শুরু করে ডেভিড ডিপেইপ। সঙ্গে সঙ্গে ওই পুুলিশ সদস্য হামলাকারীকে থামাতে সক্ষম হয়।

হামলার সময় ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে ছিলেন। সেখান থেকে এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, একজন হামলাকারী তাদের সান ফ্রানসিস্কোর বাড়িতে ঢুকে পল পেলোসির ওপরে হামলা চালান। হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছেন বলেও তখন জানান তিনি।

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg



https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com