করোনায় আরও ৮ জন আক্রান্ত, মৃত্যু নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪১ পিএম | অনলাইন সংস্করণ Count : 295
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাতে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭৩৮ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। তাই মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়া পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৭ শতাংশে। যা আগের দিন এই শনাক্তের ছিল শূন্য দশমিক ৪৫ শতাংশ।
শুক্রবার স্বাস্থ অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৭ জন। এই নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ৭৭৫ জন। এছাড়া দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ৩৩ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক শূন্য ৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।