ই-পেপার বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩
বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

ডাক টিকেটে জাতির পিতা
শাহনেওয়াজ
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৭:২২ এএম  (ভিজিট : ২২৬)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে ডাক টিকেট প্রকাশ পাবে এটা স্বাভাবিক। মহান নেতাকে স্মরণ করে বিভিন্ন সময়ে ডাক টিকেট প্রকাশ হয়েছে। তবে বঙ্গবন্ধুর জীবদ্দশায় বাংলাদেশ ডাক বিভাগ থেকে কোনো স্মারক ডাক টিকেট প্রকাশ হয়নি। তবে ১৯৭১ সালের ২৯ জুলাই মুজিবনগর সরকার প্রথম আটটি সাধারণ ডাক টিকেট প্রকাশ করে। এর মধ্যে একটি ছিল বঙ্গবন্ধুকে নিয়ে। খুব সম্ভবত এটিই ছিল বঙ্গবন্ধুর ছবিসংবলিত প্রথম ডাক টিকেট। গবেষক মোহাম্মদ আলী খানের বই ‘ডাক টিকিট ও মুদ্রায়’ শীর্ষক বই থেকে জানা গেছে, বাংলাদেশে প্রথম যে ডাক টিকেট প্রকাশ হয় এটি প্রকাশের ব্যাপারে সহায়তা করেন তৎকালীন ব্রিটিশ এমপি জন স্টোনহাউস। সেই ডাক টিকেটের নকশাকার ছিলেন বিমান মল্লিক। 

তবে ১৯৭২ সালের ১৮ এপ্রিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিসংবলিত পোস্টকার্ড প্রকাশিত হয়। এর পাশাপাশি ১৭ মার্চ অ্যারোগ্রামে বঙ্গবন্ধুর ছবি থাকে। 
জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ঘিরে ১৯৯৬ সালের ১৫ আগস্ট প্রথম স্মারক ডাক টিকেট প্রকাশিত হয়। বঙ্গবন্ধুর ওপর দ্বিতীয় স্মারক ডাক টিকেট প্রকাশিত হয় ১৯৯৭ সালের ৭ মার্চ। ডাক টিকেটে বঙ্গবন্ধুর ভাষণের ছবি ও জনসমুদ্রের ছবি শোভা পায়। তবে এই উদ্বোধনী খামে বঙ্গবন্ধুর সেই বিখ্যাত উক্তি লিপিবদ্ধ করা হয়। আর সেই উক্তি হচ্ছেÑ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। 

বঙ্গবন্ধুর স্মরণে তৃতীয় স্মারক ডাক টিকেট প্রকাশিত হয় তার ৭৭তম জন্মদিনে। একই বছরে স্বাধীনতার রজতজয়ন্তী উদযাপনের সময় আরও একটি ডাক টিকেট প্রকাশিত হয়। যা প্রকাশ পায় ১৯৯৭ সালের ২৬ মার্চ। 

বঙ্গবন্ধুকে স্মরণ রাখতে যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাক টিকেট প্রকাশিত হয়। ২০০৮ সালে ডাক দিবস উপলক্ষে একটি ডাক টিকেটের স্যুভেনির শিট প্রকাশ করা হয়। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিসংবলিত ডাক টিকেট অন্তর্ভুক্ত হয়।

২০০৯ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে পোস্ট অফিস একটি স্মারক ডাক টিকেট ও উদ্বোধনী খাম প্রকাশ করে। একই বছর মহান স্বাধীনতা জাতীয় দিবসে একটি স্মারক ডাক টিকেট প্রকাশ করা হয়। 

একই বছর অর্থাৎ ২০০৯ সালে জাতীয় শোক দিবসে একটি তথ্যসমৃদ্ধ স্যুভেনির শিট প্রকাশ করা হয়। যেখানে বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সদস্যদের ছবি অন্তর্ভুক্ত করা হয়। ২০১০ সালে দুটি স্মারক ডাকটিকিট  প্রকাশ করা হয়। যেখানে বঙ্গবন্ধুর ছবি শোভা পেয়েছে। ২০১১ সালে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশে পোস্ট অফিস তিনটি ডাক টিকেট প্রকাশ করে। এই বছর স্বাধীনতার ৪০তম বার্ষিকীতে ৪টি ডাক টিকেট প্রকাশ করা হয়। যেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বাংলাদেশের পতাকা শোভা পায়। 

২০১২ সালে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে একটি স্মারক ডাক টিকেট প্রকাশ করা হয়। ডাক টিকেটে বঙ্গবন্ধুর ভাষণের ছবি শোভা পায়। এরপর প্রতি বছর বিশেষ দিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিসংবলিত ডাক টিকেট প্রকাশ করা হয়। 

২০১৮ সালে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিনে স্মারক ডাক টিকেট প্রকাশ করা হয়। যে ডাক টিকেটে বঙ্গবন্ধুর আদরের সবচেয়ে ছোট ছেলে রাসেলের ছবি শোভা পায়। 

এ ছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ঘিরে ডাক স্মারক প্রকাশ করা হয়েছে। সর্বশেষ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে একটি মনোরম স্মারক ডাক টিকেট প্রকাশ করা হয়, যা দৃষ্টিনন্দন। দেশ ছাড়িয়ে বিদেশেও বঙ্গবন্ধুকে নিয়ে তার প্রতিকৃতিসংবলিত ডাক টিকেট প্রকাশ হয়েছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com