ন্যায্যমূল্য নিশ্চিতে ফসল রফতানির কথা ভাবছে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুর প্রতিনিধি
|
![]() কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য কাজ করছে সরকার। শনিবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে তিন দিনব্যাপী কৃষি মেলা ও কৃষক সমাবেশের উদ্বোধনকালে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এর আগে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি মেলার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় আয়োজকরা কৃষির নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের যশোর অঞ্চলের পরিচালক আবু হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক পরিচালক কৃষিবিদ হামিদুর রহমান। পরে মন্ত্রী মুজিবনগর উপজেরার বাগোয়ান গ্রামের একটি মাঠে উন্নতি প্রযুক্তি ব্যবহার করে গম কাটার উদ্বোধন করেন। এতে কৃষকদের খরচ আরও কমবে বলে মনে করেন তিনি। |