ইমরানের ফাঁকা বাড়িতে পুলিশি তাণ্ডব, আটক ৩০
সময়ের আলো ডেস্ক
|
![]() পাকিস্তানের সংবাদমাধ্যমে বলা হয়, পুলিশ যখন ব্যারিকেড সরিয়ে বাড়িতে প্রবেশ করে তখন সেখানে ছিলেন কেবল ইমরান খানের স্ত্রী বুশরা বেগম। পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ইমরানের সমর্থকদের তার বাড়িতে লাঠিচার্জ করছে পুলিশ সদস্যরা। এরপর এক টুইটে ইমরান লেখেন, পাঞ্জাব পুলিশ জামান পার্কে আমার বাড়িতে হামলা চালিয়েছে, সেখানে বুশরা বেগম একা আছেন। কোন আইনে তারা এটা করছে?’ এদিকে শনিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবাল বলেন, ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরে ইমরানের উপস্থিতিকে হাজিরা হিসেবে গণ্য করা হবে। ‘এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, তোশাখানা দুর্নীতি মামলার শুনানি করার মতো অবস্থা নেই। হাজিরা নেওয়ার পর তাদের আদালত প্রাঙ্গণ ত্যাগ করা উচিত। তবে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ বা টিয়ারগ্যাস নিক্ষেপের দরকার নেই। আজ আর শুনানি হচ্ছে না।’ বলেন তিনি। এ দিকে আদালতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ইমরান। তাকে ১৫ মিনিট ধরে আদালত প্রাঙ্গণের বাইরে আটকে রাখা হয় বলে এক অডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন। গণমাধ্যমে প্রকাশিত একটি অডিও বার্তায় ইমরান খান বলেন, আমি বিচারিক আদালতের বাইরে ১৫ মিনিট ধরে অপেক্ষা করছি এবং প্রবেশের চেষ্টা করছি। কিন্তু আমাদের লক্ষ্য করে টিয়ারগ্যাস নিক্ষেপ করা হচ্ছে এবং চেকপয়েন্ট তৈরি করা হয়েছে। আমি আদালতে পৌঁছাতে চাই। কিন্তু আমাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পার্লামেন্টে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে গত বছরের ৯ এপ্রিল বিদায় নেয় ইমরান খানের পিটিআই সরকার। ১১ এপ্রিল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। ১৯ এপ্রিল তিনি ৩৩ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেন। |