প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৪:০৫ পিএম আপডেট: ২০.০৩.২০২৩ ৪:১৫ পিএম | অনলাইন সংস্করণ Count : 164
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি’র ওয়েবসাইট হঠাৎ করে ডাউন করেছে। ওয়েব-হেলথ মনিটর ওয়েবসাইট ডাউন ডিটেক্টর অনুসারে, জনপ্রিয় টেক্সট জেনারেটর চ্যাটজিপিটি বর্তমানে বিশ্বব্যাপী বিভ্রাটের সম্মুখীন।
সোমবার (২০ মার্চ) ব্যবহারকারীরা বাংলাদেশ সময় দুপুর দেড়টার পর থেকে চ্যাটজিপিটি’তে প্রবেশ করতে সমস্যার কথা জানিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।
ব্যবহারকারীদের অভিযোগ, ওপেনএআই এর চ্যাটজিপিটি ওয়েবসাইটে লগইন করার সময় সাইটটি লোড হয় না। এর পরিবর্তে একটি কালো স্ক্রিন দেখায়।
ব্রিটিশ অনলাইন সংবাদপত্র ‘দ্য ইন্ডিপেনডেন্টের’ মতে, যুক্তরাজ্যের ব্যবহারকারীরাও চ্যাটজিপিটি ওয়েবসাইটে না ঢুকতে পারার কথা উল্লেখ করেছেন।
ওপেনএআই, চ্যাটজিপিটি-এর দায়িত্বরত সংস্থা এখনও বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেনি বা এটি সম্পর্কে কিছু জানায়নি।