ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

কাবাডিতে বাংলাদেশের হ্যাটট্রিক
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৩:০৬ পিএম  (ভিজিট : ১৮০)
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২১ মার্চ) পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনালে তিনটি লোনাসহ ৪২-২৮ পয়েন্টে চাইনিজ তাইপেকে হারিয়েছে স্বাগতিকরা। প্রথম দুই আসরে কেনিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশসুলভ ছিল না। এক পর্যায়ে ৭-৬ পয়েন্টে লিড ছিল তাইপের। এরপর প্রতিপক্ষকে আর লিড নিতে দেয়নি তুহিন তরফদারের দল। ২০-১৪ পয়েন্টে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ শুরুতেই লোনা আদায় করে। ম্যাচের আট মিনিট বাকি থাকতে আরো একটি লোনা আদায় করে বাংলাদেশ। দ্বিতীয় লোনার সময় ম্যাচের স্কোরলাইন ছিল ৩৭-২১। ম্যাচের সময় যত গড়াতে থাকে বাংলাদেশের আধিপত্য ততই বাড়তে থাকে। শেষ পর্যন্ত তিনটি লোনাসহ ৪২-২৮ পয়েন্টে ম্যাচ জিতে শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশ দল। এবার আর্জেন্টিনাসহ ১২টি দেশের অংশগ্রহণে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো।

/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close