প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১০:২২ পিএম আপডেট: ২১.০৩.২০২৩ ১০:৪৪ পিএম | অনলাইন সংস্করণ Count : 256
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ইকবাল হোসেন সুমন।মঙ্গলবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আব্দুল বাকী (অ.দা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ইকবাল হোসেন সুমনকে নির্মোক্ত শর্তে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেওয়া হলো।
শর্ত সমূহ:
১)নিজ দায়িত্বের অতিরক্তি হিসেবে আপনার এই নিয়োগ বিবেচিত হবে
২)১৬ মার্চ ২০২৩ হতে এই নিয়োগ কার্যকর হবে
৩)বিধি মোতাবেক বেতন ভাতা পাবেন
৪)পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে নবনিযুক্ত প্রক্টর (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন সুমন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার উপর অনেক বড় গুরু দায়িত্ব প্রদান করেছেন। আমি প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করবো সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ে তোলার এজন্য সকলের সহযোগিতা কামনা করি।