গজারিয়া থানার ৫ পুলিশ সদস্য ক্লোজ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১০:৫৬ পিএম | অনলাইন সংস্করণ Count : 281
দুটি পৃথক ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের ৫ সদস্যকে ক্লোজ করা করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন, গজারিয়া থানায় এএসআই সুমন সরকার, এএসআই আনিস, কনস্টেবল রকিবুল হাসান, কনস্টেবল রবিউল ইসলাম, কনস্টেবল নাসির হোসেন।
ঘটনার সততা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক দোকান মালিকের কাছ থেকে চাঁদা দাবি করার ঘটনায় এএসআই সুমন সরকার ও তার দুই সহযোগী কনস্টেবল রকিবুল ইসলাম ও কনস্টেবল রবিউল ইসলামকে ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের এএসআই সুমনের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে পৃথক একটি ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করায় এএসআই আনিস ও কনস্টেবল নাসির হোসেনকে ক্লোজ করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার উপজেলার মধ্য বাউশিয়া এলাকায় শাকিল ফরজী নামে এক দোকান মালিককে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে জঙ্গলে আটকে রেখে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোদ উঠে গজারিয়া থানার এএসআই সুমন সরকারের বিরুদ্ধে। খবর পেয়ে এলাকাবাসী পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে পরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।