ই-পেপার বিজ্ঞাপনের তালিকা বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
ই-পেপার বৃহস্পতিবার ৮ জুন ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/728X90.gif
গোপালগঞ্জে নির্বাচনোত্তর সংঘর্ষ
পুলিশের গুলিতে আহত একজনের মৃত্যু, মামলা, আটক ২
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ২:১০ এএম | অনলাইন সংস্করণ  Count : 76

গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সংঘর্ষে গুলিতে আহত ইয়াসিন শেখ (৩৫) মারা গেছেন। 

মঙ্গলবার ভোরে রাজারবাগ পুলিশ লাইনের কাছে বেসরকারি বিএনকে হাসপাতালে মারা যান। মৃতের ভাবি আমেনা বেগম মোবাইল ফোনে তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। ইয়াসিন সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের রাজ্জাক শেখের ছেলে।

জানা গেছে, গত সোমবার লতিফপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরমানিকদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিলের দাবিতে পরাজিত তিন প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। 

এতে সদর থানার ওসি ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়। এ সময় সদর সহকারী কমিশনার (ভূমি) ও ওসির গাড়িতে হামলা-ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী শর্টগানের গুলি চালায়। এতে গুলিতে আহত হয় ইয়াসিন শেখ (৩৫), কালাম শেখ (৩৫) ও সম্রাট মোল্লা (৩২)। 

পরে ইয়াসিন শেখকে রাজারবাগ পুলিশ লাইনের কাছে বেসরকারি বিএনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াসিন। 

এদিকে নির্বাচনে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ইভিএম ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত এক হাজার জনকে আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে। সোমবার রাতে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক গণেশ বিশ্বাস ও ৫ নং ওয়ার্ডের চরমানিকদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সেলিম তালুকদার বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। 

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আরও জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় খাইরুল কাজী (২২) ও কালাম শেখকে (৩৫) আটক করা হয়েছে।

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg



https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com