প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:০৬ এএম | অনলাইন সংস্করণ Count : 86
মাগুরায় সদর উপজেলার গাংনী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শাহিদুল মোল্লা (২৫) নামে এক যুবক নিহত এবং পুলিশের দুই সদস্যসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। নিহত শাহিদুল ওই গ্রামের মৃত বাদশা মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সোমবার রাত ৯টার দিকে পাশেই ওই গ্রামের দুই পক্ষের সংঘর্ষের সৃষ্টি হলে শাহিদুল মোল্লাসহ অন্যরা আহত হয়।
এ সময় বালিকা বিদ্যালয়ে উপস্থিত পুলিশ ঘটনাস্থল থেকে আম্মান নামে এক যুবককে আটক করে থানায় যাওয়ার সময় বাধা দেয় গ্রামের বিবাদমান একটি পক্ষের লোকজন। তারা ধারালো দা দিয়ে পুলিশের ওপর আক্রমণ করলে এসআই মাসুম ও কনস্টেবল রাকিব গুরুতর আহত হন। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুই পক্ষের সংঘর্ষে আহত শহিদুল মোল্লাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ভর্তি এসআই মাসুম বলেন, আমরা আম্মান নামে ওই যুবককে নিয়ে আসছিলাম। এ সময় গ্রামের লোকজন আমাদের ওপর দা নিয়ে হামলা করে।
এদিকে ঘটনার পর পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ। তিনি আরও জানান মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।