প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৬:২৫ এএম | অনলাইন সংস্করণ Count : 87
জলবায়ু পরিবর্তনে প্রতি বছরই নানা ক্ষয়ক্ষতি হয় দুর্যোগপ্রবণ অঞ্চলগুলোতে। তবে দুর্যোগে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তার সঠিক পরিসংখ্যান নেই কারও কাছেই। তাই দুর্যোগে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
মঙ্গলবার ‘আর্থ-সামাজিক, জনমিতিক ও পরিবেশগত তথ্যের সঙ্গে ভূ-স্থানিক (জিআইএস) তথ্য সমন্বিত করে ওয়েব অ্যাপলিকেশন’ চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) প্রকল্প’-এর আওতায় সিইজিআইএসের সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মো. মতিয়ার রহমান, ইসিডিএস প্রকল্পের ওয়েব অ্যাপলিকেশন সম্পর্কে উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো. রফিকুল ইসলাম।
ওয়েব অ্যাপলিকেশন প্রস্তুতের ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপলিকেশনসহ প্রাকটিক্যাল ডেমোনেস্ট্রেশন প্রদান করেন সিইজিআইএসের প্রিন্সিপাল স্পেশিয়ালিস্ট মো. মোস্তাফিজুর রহমান।
শাহনাজ আরেফিন বলেন, বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ২০০৯ সালে বাংলাদেশ ক্লাইমেট চ্যাঞ্জ স্ট্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান (বিসিসিএসএপি) প্রণয়ন করে। এই পরিকল্পনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য দেশের সামর্থ্য ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি তারই অংশ।