প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৭:৫৫ এএম আপডেট: ২২.০৩.২০২৩ ১১:১৫ এএম | অনলাইন সংস্করণ Count : 148
আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী আফগান অঞ্চল বাদাকসানের জুর্ম শহরে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৯ জন নিহত হয়েছেন। পাকিস্তানে ৯ জন ছাড়াও আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলের লাঘমান প্রদেশে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৪ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় ১০০ জন
মঙ্গলবার (২১ মার্চ) আফগানিস্তানে উৎপত্তি হওয়া এ ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর ও ভারতের রাজধানী নয়াদিল্লি ও শ্রীনগরে।
ইসলামাবাদে ভূমিকম্পের ঝাঁকুনি অনেক বেশি ছিল। মানুষ ভয়ে ঘর-বাড়ি থেকে বের হয়ে যান। ভারতে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় কাশ্মীরের শ্রীনগরে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ জানিয়েছে, জুর্ম শহরের ৪০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। মাটির ১৮৭.৬ কিলোমিটার গভীরে এটি উৎপত্তি হয়।
ভূমিকম্পে পাকিস্তানের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া। বিলাল ফাইজি নামে খাইবার পাখতুনখাওয়ার আঞ্চলিক উদ্ধার সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পের ফলে কিছু জায়গায় ভূমি ধসের ঘটনা ঘটেছে। এছাড়া যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগের প্রাণই গেছে ভবনের ছাদ ধসে পড়ে।