ই-পেপার বিজ্ঞাপনের তালিকা বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
ই-পেপার বৃহস্পতিবার ৮ জুন ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/728X90.gif
বান্দরবানের থানচিতে অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ৫৩ দোকান
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১০:৪৫ এএম আপডেট: ২২.০৩.২০২৩ ১০:৫৮ এএম | অনলাইন সংস্করণ  Count : 168

বান্দরবানে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের প্রধান ব্যবসার বাণিজ্য প্রাণকেন্দ্র বলি বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৫৩টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টা দিকে বলি বাজার অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে। পাশে ফায়ার স্টেশন না থাকায় প্রায় ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। অগ্নিকাণ্ডেআনুমানিক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, বলি বাজারে জামাল নামক চা বিক্রিটা দোকানে প্রথমে আগুন দেখে স্থানীয়রা। পরে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে থানচি উপজেলা ফায়ার সার্ভিসের জরুরি কল নম্বরে যোগাযোগ করে ঘটনাটি জানিয়ে দেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ সময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাজারে পশ্চিম দিকে দু,তলা বিল্ডিং ও পূর্বে একতলা বিল্ডিং থাকায় বাকি দোকানগুলো অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হাতে থেকে বেঁচে যায়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে আনার সক্ষম হয়েছি। ব্যবসায়ীদের হিসেবে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg

আরও সংবাদ   বিষয়:  থানচি   অগ্নিকাণ্ড  




https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com