ছাগলনাইয়ায় টমটম চাপায় নিহত এক
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৬:৪৪ এএম | অনলাইন সংস্করণ Count : 264
বাড়িতে ইফতার করে মুহুরীগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে ব্যাটারি চালিত টমটম চাপায় মিজানুর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের চইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ কুহুমা গ্রামের ওবায়দুল হক হেড মাস্টার বাড়ির রুহুল আমিন ওরফে জানুমিয়ার ছেলে। তিনি মুহুরীগঞ্জে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
ওই বাড়ির ব্যবসায়ী আলাউদ্দিন জানান, বাড়িতে ইফতারের পর হেটে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়ক দিয়ে করৈয়া ব্রিজ যাচ্ছিলেন মিজানুর রহমান। হঠাৎ পেছন থেকে ব্যাটারি চালিত টমটম মিজানকে চাপা দিয়ে পালিয়ে যায়। তখন রাস্তায় গাড়ি কিংবা মানুষ না থাকায় দীর্ঘক্ষণ রক্তক্ষরণ হয় তার। পরে স্থানীয় যুবক এমদাদ হেটে যাওয়ার সময় রক্তাক্ত মিজানকে দেখতে পেয়ে উদ্ধার করে ছাগলনাইয়া হাসপাতালে নিয়ে যায়। পরে ফেনী হয়ে চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান মিজানুর রহমান।