ই-পেপার বিজ্ঞাপনের তালিকা  বুধবার ৩১ মে ২০২৩ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
ই-পেপার  বুধবার ৩১ মে ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg
নিউ ইয়র্কে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার-২০২৩
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ২:১৫ এএম | অনলাইন সংস্করণ  Count : 597

আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার-২০২৩। আগামী ১৫-১৬ সেপ্টেম্বর গুলশান ট্রেসের ৫৯১৫ ৩৭ অ্যাভিনিউয়ে এটি অনুষ্ঠিত হবে।

যৌথভাবে মেলার আয়োজন করেছে বাংলাদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ক্রিয়েটিভ কমিউনিকেশন ও আমেরিকার প্রতিষ্ঠান এসএসবি মাল্টিসার্ভিসেস ইন করপোরেশন।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ জুয়েল আহমেদ জানান, ক্রিয়েটিভ কমিউনিকেশন এরই মধ্যে বেশ কিছু আয়োজন সফলভাবে পালন করেছে। তারই ধারাবাহিকতায় এই ট্রেড ফেয়ার। এর আগে ২০১৩ সালে এমন মেলার আয়োজন করা হয়েছিল। 

উল্লেখ্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ২০১৩ সফল ভাবে সমাপ্ত হয়েছিল যার ভিসার রেটিং ৬৫% ছিল। বৈশ্বিক নানা প্রতিকূলতা ও কোভিড-১৯ এ কারণে নতুন করে মেলা করা হয়নি। 

নিউ ইয়র্কে থাকা বাংলাদেশিদের কাছে তারা তাদের দেশীয় পণ্য উপস্থাপন করবেন। যেসব পণ্য নিয়ে মেলাটি সাজানো হয়েছে; সেগুলো হলো- রিয়্যাল এস্টেট, বিল্ডার্স, ব্যাংকস আইটি টেকনোলজি, ইন্সুরেন্স কোম্পানি, কনজুমার প্রোডাক্টস, বিউটি প্রোডাক্টস, ফুটওয়্যার, বেভারেজ কোম্পানি, গার্মেন্টস এক্সেসোরিজ, লেদার এক্সোসোরিজ, হেন্ডিক্রাফটস, জুয়েলারিস, ফুড প্রোডাক্টস, বুটিকস, এনজিওসহ অনেক প্রতিষ্ঠান।

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে বিভিন্ন শিল্পীর লাইভ পারফর্মেন্স, ইন্টাররেকটিভ অডিয়েন্স প্রোগ্রাম, অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণী এবং শেষদিনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাফেলোতে নায়াগ্রা জলপ্রপাত এর সাইড সীনের ব্যবস্থা কারা হবে। মোট ৬০টি স্টল নিয়ে মেলাটি সাজানো হয়েছে বলে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের আয়োজক মোহাম্মদ জুয়েল আহমেদ জানান।

তিনি বলেন, এখনো  কিছু স্টল বাকি রয়েছে। মেলায় অংশগ্রহনে আগ্রহীরা চাইলে এখনো বুকিং করতে পারেন। যোগাযোগের ঠিকানা-হেড অফিস বাড়ী- ৫২/এ, রোড-৯র্/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৫।  (৬ষ্ঠ তলা) ফোন নাম্বার  ০১৬৭২৩৩৯১৯৮। মেলায়  মিডিয়া পার্টনার, চ্যানেল টুয়েন্টিফোর ও প্রিন্ট পার্টনার দৈনিক সময়ের আলো। 


আরও সংবাদ   বিষয়:  ট্রেড ফেয়ার     




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com