ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের করোনা শনাক্ত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৮:০৫ পিএম  (ভিজিট : ২৭৩)
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও ৩৬ জন শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৪ জনই ঢাকা বিভাগের বাসিন্দা আর একজন রংপুর এবং একজন চট্টগ্রাম বিভাগের। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। এছাড়া পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক ২০ শতাংশে। যা আগের দিন বুধবার এই শনাক্তের হার ছিল ২ দশমিক শূন্য ১ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে  এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৫৭৫ জনে। আর এখন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৪৬ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬ জন। এই নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৯৯৫ জন। 

এছাড়া দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ২৩ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক শূন্য ৪০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close