প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৯:২৯ পিএম আপডেট: ১৮.০৫.২০২৩ ৯:৩৪ পিএম | অনলাইন সংস্করণ Count : 138
২০২২ সালের অক্টোবরে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক।
ছাটাই করা কিছু কর্মীদের টুইটারে ফের নিয়োগ দেওয়া হবে, বলে মন্তব্য করছেন প্রতিষ্ঠানটির এই বিদায়ী সিইও।
সিএনবিসির এক সাক্ষাৎকারের টুইটারকে ঘিরে এমনই এক পরিকল্পনার কথা তুলে ধরেছেন ইলন মাস্ক।
সাক্ষাৎকারে মাস্ক বলেন, টুইটারের উচিত ‘যাদের চাকরীচ্যুত করে দেওয়া হয়েছে তাদের মধ্যে কিছু সংখ্যক লোককে পুনরায় নিয়োগ করা।’
‘যাদের ফিরিয়ে দেওয়া হয়েছিল, টুইটার তাদের আবারো নিয়োগ দেবে। তবে আমি আশা করছি, ছাঁটাইয়ের ঘটনায় তারা যদি আমাদের উপর খুব বেশি ক্ষিপ্ত না হয়ে থাকে তাহলে আমরা আবার তাদের ডেকে নেব’ যোগ করেন মাস্ক।
অনেকটা বাধ্য হয়েই টুইটারের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছিলেন জানিয়ে মাস্ক বলেন, ‘তাদেরকে চাকরীচ্যুত করাটা উচিত হয়নি আমাদের। আমরা মরিয়া ছিলাম কিছুটা। ধীরেসুস্থে সিদ্ধান্ত নেওয়ার সময়টা পর্যন্ত আমাদের হাতে ছিল না তখন। আমরা প্রচুর কর্মীদের ছাঁটাই করেছি। যা সময় সাপেক্ষে ভয়ানক কিছু ছিল বলে আমি মনে করি না।‘
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু বিতর্কিত পদক্ষেপের কারণে সমালোচনার তোপে পড়েছিলেন মাস্ক। প্রতিষ্ঠানটির কর্মীদের গণহারে ছাঁটাই করা, স্থগিত করা অ্যাকাউন্টগুলো পুনরায় সচল করা, সাংবাদিকদের অ্যাকাউন্ট স্থগিত করা এবং টুইটারের বিনামূল্যের কিছু পরিষেবা বন্ধ করাই ছিল সমালোচনার মুখে পড়ার অন্যতম কারণ।
এর আগে, ২০২২ সালের নভেম্বরে টুইটারের প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক। এবং বাকী ৫০ শতাংশ কর্মীদের ‘টুইটারকে নিয়ে তার স্বপ্ন’ বাস্তবায়নে আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য নির্দেশ করেন।
প্রসঙ্গত, সম্প্রতি টুইটারে নতুন সিইও নিয়োগের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। মাস্কের ঘোষণা মোতাবেক টুইটারের পরবর্তী সিইও হতে যাচ্ছেন লিন্ডা ইয়াকারিনো। ইয়াকারিনো একটি আমেরিকান মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান টার্নার এন্টারটেইনমেন্টে ১৫ বছর কাজ করার পরে ২০১১ সালে আমেরিকান মাল্টিমিডিয়া কোম্পানি এনবিসিইউতে যোগ দেন। যেখানে, তাকে বিজ্ঞাপন ব্যবসায় অবদান রাখার জন্য কৃতিত্ব দেওয়া হয়।
‘টুইটার মূলত একটি বিজ্ঞাপনভিত্তিক প্রতিষ্ঠান। আর, লিন্ডা বিজ্ঞাপনের বিষয়ে খুবই দুর্দান্ত এবং তিনি টুইটারের সিইও হিসেবে সম্পূর্ণভাবে উপযুক্ত’, লিন্ডা প্রসঙ্গে যুক্ত করেন মাস্ক।
/আতা