অনুমতি ছাড়াই টুইটারের তথ্য ব্যবহার করায় মাইক্রোসফটের বিরুদ্ধে অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটি। বিনা অনুমতিতে তথ্য চুরির এই ঘটনায় মাইক্রোসফট তথ্য ব্যবহার সংক্রান্ত বিদ্যমান চুক্তি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছে টুইটার কর্তৃপক্ষ।
টুইটারের বিদায়ি সিইও ইলন মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পিরো এই অভিযোগে চিঠি পাঠিয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলাকে। খবর নিউইয়র্ক টাইমসের। তথ্যের ‘অননুমোদিত’ ব্যবহার উল্লেখ করা চিঠিতে স্পিরো জানান, মাইক্রোসফট বেশ কিছু তথ্য সরকারি এজেন্সিগুলোকে হস্তান্তর করেছে এবং তা সম্পূর্ণভাবে টুইটারকে না জানিয়ে করা হয়েছে।
টুইটারের কনটেন্ট ব্যবহারের ওপর মাইক্রোসফটের তরফে থেকে অডিট করার জন্যও মাইক্রোসফটের সিইওকে অনুরোধ করেছেন মাস্কের এই আইনজীবী।
প্রতিষ্ঠান দুটির চুক্তি অনুযায়ী মাইক্রোসফটের ডেভেলপারদের জন্য টুইটারের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহারের ওপর একটি নির্ধারিত সীমা ছিল।
সীমা থাকা সত্ত্বেও মাইক্রোসফটের অ্যাপ্লিকেশনগুলো টুইটারের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ৭ হাজার ৮শ লাখ বার অ্যাক্সেস করেছে এবং কেবল ২০২২ সালেই ২৬ বিলিয়নেরও বেশি টুইট পুনরুদ্ধার করেছে।
টুইটারের এই অভিযোগের প্রতিক্রিয়ায় মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে আসা চিঠি পেয়েছেন। সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা টুইটারের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহারের হিসাব চেয়ে খবর পাঠিয়েছেন তারা।
‘আমরা টুইটারের প্রশ্নগুলো পর্যালোচনা করে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং টুইটারের সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক আরও সুদূরপ্রসারী হোক,’ যোগ করেন মাইক্রোসফটের এই মুখপাত্র।
এর আগে চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে অনুমতি ছাড়াই টুইটারের ডাটা ব্যবহারের অভিযোগে মাইক্রোসফটের বিরুদ্ধে মামলার হুমকি দিয়ে টুইট করে ইলন মাস্ক লেখেন, ‘তারা বেআইনিভাবে টুইটারের ডাটা ব্যবহার করে প্রশিক্ষণ দিয়েছে। মামলার সময় চলে এসেছে।’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু বিতর্কিত পদক্ষেপের কারণে সমালোচনার তোপে পড়েছিলেন মাস্ক।
প্রতিষ্ঠানটির কর্মীদের গণহারে ছাঁটাই করা, স্থগিত করা অ্যাকাউন্টগুলো পুনরায় সচল করা, সাংবাদিকদের অ্যাকাউন্ট স্থগিত করা এবং টুইটারের বিনামূল্যের কিছু পরিষেবা বন্ধ করাই ছিল সমালোচনার মুখে পড়ার অন্যতম কারণ।
এর আগে ২০২২ সালের নভেম্বরে টুইটারের প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক এবং বাকি ৫০ শতাংশ কর্মীর ‘টুইটারকে নিয়ে তার স্বপ্ন’ বাস্তবায়নে আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য নির্দেশ করেন।
প্রসঙ্গত, সম্প্র্রতি টুইটারে নতুন সিইও নিয়োগের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। মাস্কের ঘোষণা মোতাবেক টুইটারের পরবর্তী সিইও হতে যাচ্ছেন লিন্ডা ইয়াকারিনো। ইয়াকারিনো একটি আমেরিকান মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান টার্নার এন্টারটেইনমেন্টে ১৫ বছর কাজ করার পরে ২০১১ সালে আমেরিকান মাল্টিমিডিয়া কোম্পানি এনবিসিইউতে যোগ দেন।