প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৫:০৯ পিএম | অনলাইন সংস্করণ Count : 423
সাংবাদিক-সাহিত্যিক মুক্তিহরণ সরকারের ২৬তম মৃত্যুবার্ষিকী ছিল সোমবার (২২ মে)। তার স্মৃতির শ্রদ্ধা জানাতে এদিন স্মরণসভার আয়োজন করে ঢাকাস্থ মুক্তিহরণ সরকার স্মৃতি পরিষদ। সোমবার বিকালে রাজধানীর পল্টনে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে আয়োজিত স্মরণসভায় সভাপতি ছিলেন কবি ও প্রগতি লেখক সংঘের সভাপতি ড. গোলাম কিবরিয়া পিনু।
অনুষ্ঠানে মুক্তিহরণ সরকারের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন লেখক-গবেষক ড. হালিম দাদ খান, কবি বজলুর রায়হান, সিপিবির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, ছড়াকার রতন সাহা, আইসিডিডিআর,বির যোগাযোগ বিশেজ্ঞ রিয়াদ আরিফ প্রমুখ। বক্তারা মুক্তিহরণ সরকারের ছড়িয়ে ছিটিয়ে থাকা সাহিত্যকর্ম সংগ্রহ করে পরিবর্ধিত রচনাসমগ্র আকারে প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তার গড়া ‘কামারপাড়া বালিকা বিদ্যালয়’টি ‘মুক্তিহরণ সরকার বালিকা বিদ্যালয়’ নামে করার প্রস্তাব করেন তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন বকুল মোহন্ত, এমকে তৌফিক, ফেরদৌস ওয়াহিদ মানিক, পাবলো সরকার, দেবশ্রী সরকারসহ অন্যরা।