প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ২:২৮ পিএম | অনলাইন সংস্করণ Count : 130
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের ১২৪তম জন্মজয়ন্তীতে দু্ইটি ক্যাটাগরিতে নজরুল পদক-২০২৩ পেলেন চার গুণী।
বুধবার (২৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিবসে উদ্বোধন, আলোচনা ও নজরুল পদক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
দুইটি ক্যাটাগরিতে নজরুল গবেষক হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিক প্রফেসর উইনস্টন ই-লেংলি, নজরুল স্মৃতি সংরক্ষণ ও প্রচারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ, নজরুল সংগীত চর্চার জন্য কবি নজরুলের নাতনি খিলখিল কাজীকে ও কবির রচিত সংগীত চর্চায় অবদানের জন্য নীলুফার ইয়াসমিন (মরণোত্তর) কে নজরুল পদক, সনদ ও নগদ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয় রেজিস্টার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ, কবি নজরুলের নাতনি খিলখিল কাজী, ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড.সুমিতা চক্রবর্তী প্রমুখ।