ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বনানীতে পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১০:১২ এএম আপডেট: ২৫.০৫.২০২৩ ১১:২৬ এএম  (ভিজিট : ২২০)
রাজধানীর বনানী রোড নম্বর ১১ চেকপোস্ট বাথরুমের ভিতরে মো. আশরাফুজ্জামান রনি (২২) নামের এক পুলিশ কনস্টেবল গুলিতে নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫মে) সকালের দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল আটটার দিকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার উপ-পরিদর্শক(এসআই)মোঃ মুনতাহাউদ্দিন জানান, বনানী ১১ নম্বর রোডের পশ্চিম পাশে ৮৫ নম্বর চেকপোষ্টে বাথরুমে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকলে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

তিনি আরো জানান,আমাদের ধারণা সে নিজের অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি করে দিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close