ই-পেপার বিজ্ঞাপনের তালিকা  বুধবার ৩১ মে ২০২৩ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
ই-পেপার  বুধবার ৩১ মে ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg
ভিনির কাছে ক্ষমা চাইলেন লা লিগা প্রেসিডেন্ট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ২:৪৬ পিএম | অনলাইন সংস্করণ  Count : 56

লা লিগায় বারবার বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু এসব ঘটনায় একবারও সুষ্ঠু বিচার পাননি রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। তাই বেশ ক্ষুব্ধ হয়ে স্প্যানিশ লিগকেই কাঠগড়াতে তুলেছিলেন ব্রাজিলিয়ান এই ফুটবল তারকা। বুধবার (২৪ মে) বর্ণবাদের শিকার ভিনিসিয়াস জুনিয়রের কাছে লা লিগা সভাপতি টুইটারে তার টুইটের জন্য ক্ষমা চেয়েছেন।

গত রোববার (২০ মে) ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে বর্ণবাদের শিকার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া বার্তা দিয়েছিলেন ভিনিসিউস। ব্রাজিল তারকা বলেছেন, লা লিগায় বর্ণবাদ খুব সাধারণ ঘটনা। এমনকি স্পেনকেও বর্ণবাদের দেশ বলেছেন তিনি। ওই ঘটনার জবাব এক টুইট বার্তায় দেন তেবাস। মূলত তেবাসের টুইটের বিষয়টি আরও মাথাচাড়া দেয়। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন লা লিগারপ্রধান।

সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিলকে তেবাস বললেন, ‘আমি আমার গোটা ওয়ার্ক টিমকে এটাই বলি। যখন অনেক লোকে বা একটা বড় অংশের মানুষ কোনো বার্তা একটি নির্দিষ্টভাবে বুঝে নেয়, তখন তারাই সঠিক। কাজেই আমাকে দুঃখপ্রকাশ করতেই হবে। কারণ আমার বার্তা লোকে বুঝতে পারেনি, বিশেষ করে ব্রাজিলে। এজন্য আমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমার মনে হয়, আমার বার্তা ও যে ইচ্ছা থেকে এটা লিখেছিলাম, এটির গুরুত্বপূর্ণ অংশটুকু লোকে বুঝতে পারেনি। ভিনিসিউসকে আক্রমণ করার ইচ্ছে আমার ছিল না। বরং এটা পরিষ্কার করে দিতে চাইছিলাম যে, স্রেফ এক মাস আগেই লা লিগার পদক্ষেপকে সমর্থন করে ভিনিসিউস ভিডিও দিয়েছিল।’

/এএ/




https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com