ই-পেপার বিজ্ঞাপনের তালিকা  বুধবার ৩১ মে ২০২৩ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
ই-পেপার  বুধবার ৩১ মে ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg
চাঁদের গ্রেফতারের বিষয় হাইকোর্টকে অবহিত করেছে রাষ্ট্রপক্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ২:৫৬ পিএম | অনলাইন সংস্করণ  Count : 70

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের গ্রেফতারের বিষয় হাইকোর্টকে অবহিত করেছে রাষ্ট্রপক্ষ। প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দাতা এই বিএনপি নেতাকে গ্রেফতারের বিষয়টি বৃহস্পতিবার (২৫ মে) আদালতকে অবহিত করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ ভূঁইয়া বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চকে বিষয়টি অবহিত করেন। বিষয়টি অবহিত হয়ে আদালত বলেছে, আইন তার নিজস্ব গতিতে চলবে।

প্রসঙ্গত গত সোমবার (২২ মে) বিষয়টি আদালতের নজরে আনা হয়। তখন হাইকোর্ট চাঁদের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছিল। সেদিন রাষ্ট্রপক্ষ চাঁদের বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে আদালতকে অবহিত করে। 

আইনজীবী ইমরান আহমদ ভূঁইয়া সেদিন জানিয়েছিলেন, বিষয়টি সকালে আদালতের নজরে আনি। আদালত এ বিষয়ে পদক্ষেপ জানতে চেয়েছে। তখন আমি রাজশাহী পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করি। রাজশাহী পুলিশ সুপার জানিয়েছেন, এ ব্যাপারে পুঠিয়া থানায় মামলা হয়েছে। তখন আমি আবার আদালতকে বিষয়টি অবহিত করি। এ সময় আদালত বলেছেন, এখন আসামি গ্রেপ্তার করার দায়িত্ব পুলিশের। 

আবু সাঈদ চাঁদকে বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজশাহী নগরীর কোর্ট ভেড়িপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য গত শুক্রবার (১৯ মে) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে এক জনসমাবেশে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নেই। একদফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।'




https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com